আইপিএলে ফিরতে পারেন সুরেশ রায়না!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 05:32:24

আইপিএল শুরুর আগেই সবচেয়ে বড় শিরোনাম হয়েছে সুরেশ রায়না। টুর্নামেন্টে না খেলে দুবাই থেকে দেশে ফিরেন গেছেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান। এভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে আসায় ধরেই নেওয়া হয়েছিল তার এবারের আইপিএল শেষ। কিন্তু সুরেশ রায়না এখন ভারতে বসে জানাচ্ছেন- তিনি আবার আমিরাতের আইপিএলে ফিরে আসলেও অবাক হওয়ার কিছু নেই!

বলা হচ্ছে ব্যক্তিগত কারণেই টুর্নামেন্টে না খেলে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না। তবে খবর ছড়িয়েছে হোটেলে পছন্দের কক্ষ বরাদ্দ না পেয়ে চেন্নাই কিংসের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিরোধে জড়িয়ে ছিলেন রায়না। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও তার বনিবনার সমস্যা ছিল।

তবে তার ফিরে আসার কারণ হিসেবে এই দুই কারণকে সঠিক নয় বলে দাবি করেছেন সুরেশ রায়না। তিনি বলেন- ‘ব্যক্তিগত কারণেই আমি আমার পরিবারের কাছে ফিরে এসেছি। সিএসকে (চেন্নাই সুপার কিংস) আমার কাছে পরিবারে মতো এবং মাহি ভাইও (মহেন্দ্র সিং ধোনি) আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার এভাবে চলে আসার পেছনে সিএসকে’র সঙ্গে আমার কোনো ইস্যু নেই। আবারও বলছি, মূলত আমি ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছি। আবার যে টুর্নামেন্টে ফিরে যাব না, এমনটাও আপনি এখন বলতে পারেন না!’

আবার সিএসকে দলে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে রায়নার মন্তব্যটা এমন- ‘দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকার সময়ও আমি প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। নিজেকে ফিট রাখছি। কে জানে, আবারও হয়তো আমাকে সিএসকে’র ক্যাম্পে দেখা যেতে পারে।’

রায়নার এভাবে টুর্নামেন্টে না খেলে দেশে চলে আসার বিষয়টি তীব্র সমালোচনা করেছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন. শ্রীনিবাসন। সেই প্রসঙ্গে সুরেশ রায়না আনুগত্যের সুরে বলেন- ‘শ্রীনিবাসন আমার কাছে পিতার মতো। তিনি সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। আমার হৃদয়ের খুব কাছের মানুষ তিনি। আমাকে তিনি তার ছোট ছেলের মতো মনে করেন। তাই তার মন্তব্য নিয়ে আমি খুব চিন্তিত না। একজন বাবা তো তার সন্তানকে বকা দিতেই পারেন!’

রায়না জানিয়েছেন- আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি আরও চার বা পাঁচ মৌসুম খেলতে চান।

রায়না এই মৌসুমে না খেললে তার বেতনের ১১ কোটি রুপি হারাবেন। রায়না দেশে ফিরে আসার পর সেটা মিডিয়ার সামনে বেশ ঢালাও করে জানিয়ে ছিলেন শ্রীনিবাসন।

এ সম্পর্কিত আরও খবর