মাথা গরমের ম্যাচে নেইমারের লাল কার্ড, পিএসজির হার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 17:57:40

পুরো ৯০ মিনিট খেলা হয়েছে ঠিকঠাকভাবেই। কিন্তু খেলা ইনজুরি টাইমে গড়াতেই ফুটবলাররা মাথা গরম করে ফেলেন। প্যারিস সেন্ট জার্মেই ও অলিম্পিক মার্সেই'র খেলোয়াড়রা ঝগড়া বাধিয়ে বসেন। পিএসজি'র ১-০ গোলের হারের ডার্বি ম্যাচে মাত্র ১৮০ সেকেন্ডে লাল কার্ড দেখেন পাঁচ ফুটবলার। তাদের মধ্যে মাঠ ছাড়েন নেইমারও।

নেইমার মাঠ ছাড়ার সময় চতুর্থ ম্যাচ অফিসিয়্যালের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষের ডিফেন্ডার আলভারো গনজালেজ বর্ণবাদী গালাগালই দিয়েছেন তাকে। তাই আর মাথা ঠিক ছিল না। ভিডিও রিপ্লে'তে দেখা যায় প্রতিপক্ষের ফুটবলার গনজালেজের মাথার পিছনে ঘুষি দিচ্ছেন নেইমার।

লাল কার্ড দেখেন পিএসজি'র লিয়ান্দ্রো পারেদেস ও লেভিন কারযায়াও। রেফারি লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন মার্সেই'র জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো।

মাথা গরমের ম্যাচে ১-০ গোলে হেরেছে পিএসজি। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মার্সেই'র ফ্লোরিয়ান থাউভিন। ১৯৮৪-৮৫ মৌসুমের পর এই প্রথম ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম দুই ম্যাচ হারল পিএসজি।

এ সম্পর্কিত আরও খবর