২৭ সেপ্টেম্বর সফর শুরু হচ্ছে না, শ্রীলঙ্কা হ্যাঁ-না কিছুই জানায়নি!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-24 12:39:12

শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) কিছু শর্ত জুড়ে দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেটা শুনে সাফ জানিয়েছিল- ওসব শর্ত মেনে সফর সম্ভব না। বিসিবি’র কাছ থেকে কড়া জবাব পেয়ে শ্রীলঙ্কান ক্রিকেট কিছুটা নরম হয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে তারা বিসিবি’কে জানিয়েছিল- শর্ত সহজ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ যেন সফরে আসে সেই অনুযায়ী কাজ চলবে।

সেই প্রতিশ্রুতির সপ্তাহখানেকেরও বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কার কাছ থেকে সামনের সফরের ব্যাপারে হ্যাঁ বা না বোধক কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় এই সিরিজ এবং বাংলাদেশের সফরের বিষয়টি ফের ঝুলে গেছে। অনিশ্চয়তার মেঘের উড়াউড়ি শুরু হয়েছে। একটা বিষয় নিশ্চিত যে পূর্ব নির্ধারিত তারিখে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের কলম্বো পৌঁছানোর কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের নীরবতায় বাংলাদেশ ক্রিকেট দলের কলম্বো রওয়ানা হওয়ার এই পূর্বসূচি মানা সম্ভব হচ্ছে না।

এই প্রসঙ্গে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন ২৩ সেপ্টেম্বর, বুধবার জানিয়েছেন- ‘দেখুন এই মহামারীকালে সফরের জন্য হেলথ গাইড লাইন কতোটুকু শিথিল করা যায়, সেই বিষয়টি এখনো শ্রীলঙ্কা আমাদের কিছু জানায়নি। তারা শুধু বলেছে কোভিড-১৯ টাস্ক ফোর্স এবং অন্যান্য যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনো তারা আমাদের কোনো কিছু জানায়নি। তাই এই মুহূর্তে পূর্ব নির্ধারিত ২৭ সেপ্টেম্বর তারিখে শ্রীলঙ্কা সফরে যাওয়াটা একটু চ্যালেঞ্জিং হবে। তাছাড়া ভিসা ও অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হলে আমরা সেটা করে নিব।’

অ্যাডজাস্টমেন্টের জন্য বিসিবি প্রস্তুত। কিন্তু যারা এই সফরের আয়োজক সেই শ্রীলঙ্কাই যে এখন পর্যন্ত মেহমানদারির কোনো পূর্ব লক্ষণ দেখাচ্ছে না! ঠিক কোন কোন গাইড লাইনের কারণে এই সফরে বড় গিট্টু লেগেছে- সেটা এখনো বিসিবি পরিষ্কার করে জানাতে নারাজ। এই প্রসঙ্গে বিসিবি’র সিইও’র কথা হলো- ‘নির্দিষ্ট করে আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আমাদের জন্য সেটা সহনীয় পর্যায়ের বা আমরা যে জিনিসটা চাচ্ছি, সেটা আমরা শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি। যেহেতু সেই বিষয়ে এখনো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিছু বলছে না, আমি মনে করি পুরো বিষয়টা এখন পর্যন্ত আমাদের মধ্যেই থাকুক। বিস্তারিত কিছু আমরা জনসম্মুখে বলতে চাচ্ছি না।’

শ্রীলঙ্কা ক্রিকেট এখনো বিসিবি’র প্রস্তাবের বিষয়ে কোনো ফিডব্যাক জানায়নি। কিন্তু সেটা নিয়ে সফর কোনো অনিশ্চয়তায় পড়েনি। এমন আশা নিয়েই আছে বিসিবি। প্রধান নির্বাহী সেই সেই প্রসঙ্গে বলছিলেন- ‘আমাদের দুই বোর্ডেরই চেষ্টা চলছে সিরিজটি আয়োজনের ব্যাপারে।’

এ সম্পর্কিত আরও খবর