সফর নিয়ে শ্রীলঙ্কার উত্তরের অপেক্ষায় বিসিবি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:41:44

রাত পোহালেই শ্রীলঙ্কার পথে উড়াল দেওয়ার কথা ছিল মুশফিকুর রহিম-তামিম ইকবালদের। কিন্তু পরিস্থিতি আর আগের মতো নেই। সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোয়ারেন্টিন ইস্যুতে সমাঝোতা হচ্ছে না। তবে হাল ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার উত্তরের অপেক্ষায় আছেন বোর্ড কর্তারা।

এরমধ্যে রোববার থেকেই ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দেওয়া হচ্ছে। তিন দিন পর ফের মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। জৈব-সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের অনুশীলনে আপাতত বিরতি। এরইমধ্যে শ্রীলঙ্কা সফর নিয়েও অনিশ্চয়তা কাটবে বলে ধারণা করা হচ্ছে।

বিসিবি’র পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানাচ্ছিলেন- সোম অথবা মঙ্গলবার শ্রীলঙ্কান বোর্ডের থেকে নতুন গাইডলাইন মিলবে। সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে গেলে- অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কায়।

সফরকারীদের জন্য কোয়ারেন্টিন গাইডলাইন শিথিল হলেই কেবল সফরে যেতে রাজী হবে বিসিবি। না হলে বয়কট হতে পারে এই ক্রিকেট সূচি।

মিরপুরের বিসিবি কার্যালয়ে শনিবার প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, নির্বাচক ও কয়েকজন পরিচালকের সঙ্গে সভা করেন আকরাম খান। এরপর গণমাধ্যমে তিনি বলেন, ‘দেখুন আমরা শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনায় বসেছিলাম। প্রাথমিকভাবে আগামীকাল ফ্লাইট ছিল, কিন্তু যেহেতু যেতে পারছি না, কাজেই আমাদের পরিকল্পনা কি হবে তা নিয়ে নির্বাচক ও প্রধান নির্বাহীর সঙ্গে সভা করেছি।’

পরিস্থিতি বিবেচনায় আপাতত বিশ্রামে থাকছেন ক্রিকেটাররা। আকরাম বলেন, ‘ক্রিকেটারদের অনুশীলনে আমরা তিন দিনের বিরতি দিয়েছি। তারপর আবার আমরা অনুশীলন চালাব। দুই-তিন দিনের মধ্যে উত্তরটা আসবে শ্রীলঙ্কা থেকে আশা করছি।’

কোয়ারেন্টিন গাইডলাইন শিথিলের অপেক্ষায় আছে বিসিবি। বিসিবি’র পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আগে যা বলেছিল (এসএলসি) যে এটা ওদের নিয়ন্ত্রণে নেই। যেহেতু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকালও ভেবেছিল ওরা গাইডলাইন পাবে। এখন ওরা আশা করছে দুই-তিন দিনের মধ্যে জানাবে। তারা ইতিবাচক আছে। সোম বা মঙ্গলবার একটা কিছু পাওয়া যাবে।’

এর অর্থ সহসাই লক্ষ্য সফর নিয়ে পরিষ্কার উত্তর মিলবে!

এ সম্পর্কিত আরও খবর