ফেদেরারকে ছোঁয়ার মিশনে নেমেই জিতলেন নাদাল

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 06:59:14

তিন সেটের জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনে নিজের নতুন মিশন শুরু করলেন আসরের ১২বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। স্প্যানিশ এ সুপারস্টার হারালেন বেলারুশের এগর জারাসিমোভকে।

৩৪ বছরের নাদাল প্রথম রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছেন ৬-৪, ৬-৪ ও ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডের টিকিট নিজের করে নিতে ১৯ মেজর ট্রফির মালিক সময় নিয়েছেন ২ ঘণ্টা ৫ মিনিট। তার লক্ষ্য এবার সুইস মহাতারকা রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করা।

তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই দানিল মেদভেদেভ। রাশিয়ান এ তারকা হার মেনেছেন মার্টন ফুকসোভিচের কাছে।

এ সম্পর্কিত আরও খবর