চোট নিয়েও সেমি-ফাইনালে জোকোভিচ

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 12:09:16

ইনজুরি নিয়েই কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। শুরুতে পিছিয়েও পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। প্রতিপক্ষ পাবলো ক্যারেনো বাস্তাকে হারিয়ে ঠিকই ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন এ সার্বিয়ান সুপারস্টার।

বিশ্বের টেনিস র‌্যাঙ্কিং’র নাম্বার ওয়ান তারকা যখন কোর্টে ঢুকেন, তখনই বোঝা গিয়েছিল, তার পিছু নিয়েছে চোট। গলায় লাগানো ছিল টেপ। বারবার বাঁ হাতের উপরের অংশটা মেসেজ করিয়ে নিচ্ছিলেন। এ কারণে প্রথম সেটটা হেরে যান ৪-৬ গেমে।

কিন্তু পরে আর পিছু তাকাতে হয়নি। স্প্যানিশ প্রতিপক্ষকে পাত্তাই দেননি। খেলায় ফিরে শেষের তিন সেট ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেন টেনিস মেগাস্টার জোকোভিচ।

সেপ্টেম্বরের ইউএস ওপেনে এই ক্যারেনো বাস্তার কাছেই ম্যাচ ছেড়ে দিতে হয়েছিল জোকোভিচকে। হতাশা থেকে বল ছুড়ে মেরে ছিলেন। আচমকা তার র‌্যাকেট ছুয়ে যাওয়া বল আঘাত করেছিল লাইন জাজকে। যে কারণে ডিসকোয়ালিফাইড হন। এর পর এই প্রথমবার মুখোমুখি হলেন দুজনে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ১৭ মেজর ট্রফির মালিক জোকোভিচ খেলবেন গ্রীসের স্তেফানোস সিতসিপাসের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর