ফেদেরারের রেকর্ড এখন নাদালেরও

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 05:57:55

রাফায়েল নাদাল প্রথম দুই সেট জিতলেন ৬-০ ও ৬-২ গেমে। প্রতিপক্ষ লড়াই জমিয়ে তোলার কোনো সুযোগই পেলেন না। শুরুর এই স্কোর দেখে বোঝার উপায় নেই, কোর্টের লড়াইটা ঠিক কার সাথে ছিল স্প্যানিশ এ মেগাস্টারের। নোভাক জোকোভিচ নাকি অন্য কোনো অবাছাই খেলোয়াড়ের সঙ্গে।

প্যারিসে প্রথম দুই সেটে পাত্তা পাননি বিশ্বের নাম্বার ওয়ান জোকোভিচ। তবে তৃতীয় ও শেষ সেটে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ১৭ গ্র্যান্ড স্ল্যামের সার্বিয়ান মালিক। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জোকোভিচকে ৭-৫ গেমে হতবাক করে ফরাসি ওপেনের শিরোপাটাই জিতে নেন সুপারস্টার নাদাল।

রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হয়ে নাদাল ছুঁয়ে ফেলেছেন পুরুষদের এককে সুইস মহাতারকা রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। সঙ্গে লাল দুর্গে নিজের ট্রফি জয়ের রেকর্ডটাও নাদাল বাড়িয়ে নিয়ে গেলেন ১৩ তে।

শীর্ষ বাছাই জোকোভিচ পারবেনই বা কেমন করে। কোর্টের যুদ্ধে তার শত্রু যে আর কেউ নন, ক্লে-কোর্টের রাজা স্বয়ং রাফয়েল নাদাল। সন্দেহ নেই দুই টেনিস তারকার প্রতিদ্বন্দ্বিতায় ব্যবধানটা গড়ে দিয়েছে কোর্ট নিজেই।

এ সম্পর্কিত আরও খবর