সুখবর পেলেন নারাইন

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 00:29:16

তার বোলিং অ্যাকশন নিয়ে ফের উঠেছিল প্রশ্ন। এবার অবশ্য হতাশ হতে হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি খেলার ঠিক আগে সুখবর পেলেন সুনিল নারাইন।

কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনারের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। আইপিএল কর্তৃপক্ষ জানাল, নারাইনের অ্যাকশনের ফুটেজ নানাভাবে পর্যবেক্ষণ শেষে টুর্নামেন্টের সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে যে তার অ্যাকশনে কোন সমস্যা নেই।

বিবৃতিতে সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি লিখেছে, 'নারাইনের অ্যাকশনের ধীর গতির ফুটেজ জমা দিয়ে আইপিএল সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির কাছে নাইট রাইডার্স তার অ্যাকশনের আনুষ্ঠানিক মূল্যায়নের জন্য অনুরোধ করে। এরপর কমিটি নারাইনের অ্যাকশন ফুটেজের সব ডেলিভারি সতর্ক থেকে পর্যালোচনা করেছে। দেখা যাচ্ছে তার কনুই অনুমোদিত সীমার মধ্যে বাঁকা হচ্ছে।'

এর অর্থ তার বোলিং করতে কোন সমস্যা নেই। এর আগে ১০ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে প্রশ্নবিদ্ধ হয় নারাইনের বোলিং অ্যাকশন। ম্যাচে সতর্ক করা হয় তাকে। সেখানেআরেকবার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে বোলিং থেকে নিষিদ্ধ হতেন কেকেআরের এই বোলার।

তবে নাইটদের জন্য স্বস্তির খবর মিলল। নিষেধাজ্ঞায় পড়তে হলো না তাকে।

এ সম্পর্কিত আরও খবর