ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় দুবাই

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 04:48:05

১৯ সেপ্টেম্বরের প্রতীক্ষায় এখন ক্রিকেট বিশ্ব! দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেদিন জমবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ক্রিকেটপ্রেমীদের জন্য জিভে জল আনা এক ম্যাচ। চির প্রতিদ্ধন্দী এই দুই ক্রিকেট শক্তির লড়াই দেখতে উন্মুখ হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। আর মাঠে বসে খেলার দেখার সুযোগটা তো হাতছাড়া করতে চাইছেন না কেউ!

তারই পথ ধরে এরইমধ্যে বিক্রি হয়ে গেছে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট!

কারণটাও সংগত। অনেক দিন পর দুবাইয়ে খেলতে গেছে ভারতীয় দল। সময়ের হিসাবে প্রায় ১২ বছর! মাঝে আইপিএলের কয়েকটি ম্যাচ হলেও ভারতীয় জাতীয় ক্রিকেট দল দুবাইয়ে অনেক অনেক দিন পর পা রাখল। সংযুক্ত আরব আমিরাতের এই শহরে তাইতো উৎসব আমেজ!

এশিয়া কাপ মিশনে ভারতীয় দলের প্রথম ভাগ বৃহস্পতিবার পৌঁছাল দুবাইয়ে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন মহেন্দ্র সিং ধোনিও। যারা ইংল্যান্ডে টেস্ট নিয়ে ব্যস্ত ছিলেন তারা পা রাখবেন রোববার। এরপরই জমে উঠবে ভারত শিবির। অবশ্য পাকিস্তান ক্রিকেট দল আগেই পা রেখেছে দুবাইয়ে। গ্র্যান্ড হায়াত হোটেলে থাকছে ভারতীয় দল। দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠেছে বাংলাদেশসহ অন্য অংশগ্রহণকারী দলগুলো।

শনিবার শুরু হয়ে যাবে এশিয়া কাপ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

আমিরাতে ভারতীদের সংখ্যা ২৬ লাখেরও বেশি আবার পাকিস্তানীদের সংখ্যা ১২ লাখ। এ সুযোগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দামটাও বাড়িয়ে দিয়েছে। অন্য ম্যাচে যেখানে গ্যালারির প্রবেশ মূল্য ৩৫ দিরহাম, সেখানে ভারত-পাকিস্তান ম্যাচের একই টিকিটির মূল্য ১৫০ দিরহাম। তারপরও দুবাই স্টেডিয়ামের ২৫ হাজার টিকিট উধাও!

মাঠে বসে খেলা দেখার সুযোগটা হাতছাড়া করতে চাইছে না কেউ! কিন্তু টিকিট যে সোনার হরিণ!

এ সম্পর্কিত আরও খবর