পরীক্ষায় ‘ফেল’ নাসির

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:06:46

করোনাভাইরাস অনেকটা সময় কেড়ে নিয়েছে। শুরুতে গৃহবন্দী এরপর ব্যক্তিগত অনুশীলন নিয়ে ব্যস্ত থেকেছেন ক্রিকেটাররা। গেল মাসে প্রতিযোগিমূলক ম্যাচেও ফিরেছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। এ মাসে ফের মাঠের লড়াই। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই লড়াইয়ের আগে ফিটনেস টেস্ট দিচ্ছেন ক্রিকেটাররা।

ফিটনেস যাচাইয়ে বিপ টেস্ট নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ছিল প্রথমদিন। মঙ্গলবার দ্বিতীয় দিনে বিপ টেস্ট দিলেন ৩৩ ক্রিকেটার। যেখানে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন।

মঙ্গলবার পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে এই ক্রিকেটার অবশ্য পাস মার্ক পাননি। বিপ টেস্টে তুলেন সর্বনিম্ন ৮.৫ স্কোর। অথচ আগের দিন শাহরিয়ার নাফিস-মোহাম্মদ আশরাফুল-আব্দুর রাজ্জাকের মতো বয়সীরাও ১১ স্কোর তুলে পাস করেন।

কিন্তু নাসির পারলেন না। এবার ‘আনফিট’ ক্রিকেটারের তালিকায় তিনি।

এ কারণেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন না নাসির। মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ‘যারা ফিটনেস টেস্টে পাস করবে না, তারা থাকবে না প্লেয়ার্স ড্রাফটে। নাসিরের স্কোর দেখে হতাশ আমরা। নিজের প্রতি অযত্নশীল হওয়ার কারণে এমন স্কোর করেছে। তার থেকে সিনিয়র অনেক ক্রিকেটার অনেক ভালো করছে।’

এ সম্পর্কিত আরও খবর