খুলনায় সাকিব, মুশফিক ঢাকায়, বরিশালে তামিম

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 17:28:41

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খুলনার হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই আইকন ক্রিকেটারকে দলে নিয়েছে দক্ষিণাঞ্চলের শহর। জেমকন খুলনা দলে দলে টেনেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। 

বৃহস্পতিবার রাজধানীর ঢাকার একটি হোটেলে দুপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। 

এই ড্রাফটে দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে ফরচুন বরিশাল ডেকেছে তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে। শীর্ষ গ্রেডের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহকে দ্বিতীয় রাউন্ডে নিয়েছে খুলনা। এর অর্থ সাকিব-রিয়াদ একই দলে।

‘এ’ গ্রেডে থাকা পেসার মুস্তাফিজুর রহমানকে প্রথম ডাকে কিনে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রথম ডাকে দলে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে দলে টেনেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। 

দ্বিতীয় রাউন্ডে লিটন দাসকে দলে নিয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। আফিফ হোসেনকে বরিশাল, পেস বোলার রুবেল হোসেনকে ঢাকা আর মেহেদি হাসানকে দলে নিয়েছে রাজশাহী।

‘এ’ গ্রেডে থাকা ৫ ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ টাকা। ‘সি’ গ্রেডে ৬ লাখ আর ‘বি’ গ্রেডে ৪ লাখ টাকা। 

৫টি দল স্কোয়াডে নিতে পারছে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার। নভেম্বরের শেষ সপ্তাহে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

এ সম্পর্কিত আরও খবর