অক্ষরের প্রখর স্পিনে সিরিজ সমতায় ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:33:39

চেন্নাইয়ের প্রথম টেস্টে প্রতাপ দেখিয়েই জিতেছিল অতিথি ইংল্যান্ড। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টেই ফলটা ঠিক উল্টে গেল। অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিনের স্পিন বিষে চার দিনেই ৩১৭ রানে হার মানল অতিথি ইংলিশ শিবির। দাপটের সঙ্গে জিতে স্বাগতিক ভারত নিলো প্রথম টেস্ট হারের মধুর প্রতিশোধ। অস্ট্রেলিয়া সফরে যেমনটা করে এসেছে ভারতীয়রা। জয়টা আসলো ঠিক যেন সেই স্টাইলে।

৪৮২ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে মাঠে নামে সফরকারী ইংল্যান্ড। কিন্তু ভারতীয় স্পিন ঘূর্ণি জাদুর কাছে পুরো দশ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। অক্ষর প্যাটেল একাই পাঁচ উইকেট শিকার করলে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা গুটিয়ে যায় ১৬৪ রানে। সুবাদে চার টেস্টের সিরিজে ১-১ এ সমতা নিয়ে এলো ক্যাপ্টেন বিরাট কোহলির দল।

ব্যাট হাতে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে অনেকক্ষণ প্রতিরোধ গড়ে তুলে ছিলেন কেবল জো রুট। ৩৩ রান তুলতে ইংলিশ ক্যাপ্টেন খরচ করেন ৯২ বল। ক্রিজে ছিলেন ১৩৩ মিনিট। মঈন আলি দলীয় স্কোরে ৪৩ রান যোগ করলেও খেলতে পেরেছেন মাত্র ১৮ বল।

অভিষিক্ত বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল ৬০ রানে নেন ৫ উইকেট। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৫৩ রান দিয়ে পকেটে পুড়েন ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সঙ্গে পুরো ম্যাচে তার বোলিং ফিগার- ৮/৯৬।

চেন্নাইতে দুই ম্যাচ শেষে সিরিজ যাচ্ছে আহমেদাবাদে। ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দিবা-রাত্রির তৃতীয় টেস্ট।

এ সম্পর্কিত আরও খবর