এনসিএলে নেই করোনা পজিটিভ সাদমান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 06:58:48

করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে গেছে। দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। শুধু তাই নয়, প্রাণ ঝরার ঘটনাও বেড়ে চলেছে। দেশজুড়ে এমন উদ্বেগের মাঝে কোভিড-১৯ হানা দিল ক্রিকেটে। আতঙ্ক ছড়ানো ভাইরাসটিতে এবার আক্রান্ত হয়েছেন ক্রিকেটার সাদমান ইসলাম।

১৯ মার্চ প্রথমবার করোনা পরীক্ষা করান সাদমান। তাতে ফল পজিটিভ আসে। রোববার ফের পরীক্ষা করালেও তার রিপোর্ট হাতে পাননি এখনো।

সোমবার (২২ মার্চ) মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। কিন্তু করোনার আক্রান্ত হওয়ায় ঢাকা মেট্রোর হয়ে আসরের প্রথম রাউন্ড মিস করেছেন তরুণ এ ওপেনার।

দুই টেস্টের শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রস্তুতির জন্য এনসিএল আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে ওয়েস্ট ইন্জিজ সিরিজের মতো বাজে অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়। ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। তার আগে টুর্নামেন্টের দুটি রাউন্ড খেলতে পারবে নিউজিল্যান্ড সফরে না থাকা ক্রিকেটাররা।

এনসিএলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফসহ ২০৭ জনের করোনার টিকা নেওয়ার ব্যবস্থা নিয়েছে বোর্ড। কিন্তু টিকা নেওয়ার আগেই আক্রান্ত হলেন সামমান।

এ সম্পর্কিত আরও খবর