ব্যাটিংয়ে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-07-25 02:59:20

ডানেডিনের মতো ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতেও শুরুতে ব্যাট হাতে মাঠে নেমেছে টাইগাররা। কেননা টস ভাগ্য এবারও সহায় হয়নি ক্যাপ্টেন তামিম ইকবালের। ফের টস জিতে বোলিং বেছে নিয়েছে টম লাথামের নিউজিল্যান্ড।

আগেই শোনা গিয়েছিল বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। বাস্তবে সেটাই হয়েছে। দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তরুণ পেসার হাসান মাহমুদের জায়গা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পেসিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে স্বাগতিক কিউইদের দলে কোনো পরিবর্তন আসেনি। এ ম্যাচেও খেলছেন না রস টেলর।

হাগলি ওভালের দশ ম্যাচের নয়টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ব্ল্যাক ক্যাপস শিবির। কিন্তু বাংলাদেশ এখনো কিউইদের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয় পায়নি। সেই জয় খরা কাটাতেই মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচের বাজে পারফরম্যান্স ভুলে সিরিজে সমতায় ফিরতে চায় তামিমরা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

এই ওয়ানডে দিয়ে ৩০০ ম্যাচ পরিচালনার মাইলফলক ছুঁলেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।

এ সম্পর্কিত আরও খবর