আনন্দ-বেদনার কাব্য নিয়ে ফিরলেন মাশরাফিরা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:54:13

মধ্যরাত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যামেরা, লাইট আর গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভীড়। সঙ্গে ফুলেল শুভেচ্ছায় দেশের মাটিতে পা রাখলেন জাতীয় দলের ক্রিকেটাররা। আরেকটি এশিয়া কাপ মিশন শেষ। সংযুক্ত আরব আমিরাতের মাটি থেকে আনন্দ বেদনার কাব্য নিয়েই ফিরলেন মাশরাফিরা।

এবারো একটুর জন্য হাত ফস্কে গেল ট্রফি। ফাইনালে শেষ বলে এসে স্বপ্নভঙ্গ। এনিয়ে হতাশা আছে। কিন্তু ভেঙ্গে পড়েনি দল। বরং এই সাফল্যে পা দিয়ে ভবিষ্যতে নতুন কিছু করার প্রেরণা মিলেছে।

শনিবার মধ্যরাতে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বিন মর্তুজা আত্মবিশ্বাসী কথাই শোনালেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের প্রতিটি ক্রিকেটার সবাই শেষ পর্যন্ত লড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও আমাদের জেতার তীব্র ইচ্ছে ছিল। দলের প্রতিটি ক্রিকেটারেরই নিজেদের নিয়ে গর্ব করা উচিত। আমরা সবাই বুঝতে পারছি কে কোথায় কী করতে পারতাম। সামনে বিশ্বকাপ। আছে আরো দুই তিনটা সিরিজ। এবার যে ভুলগুলো হল তা সামলে নেওয়ার চেষ্টা করবো।’

এবার নিয়ে টানা তিনবার ফাইনালে স্বপ্নভঙ্গ। বারবার কেন এমন হচ্ছে? হতাশা ছুঁয়ে ফেলছে না বাংলাদেশ অধিনায়ককে? মাশরাফি বলছিলেন, ‘সত্যি বলতে কী আমি পুরোপুরি হতাশ নই। দলের ভেতর স্পিরিট না দেখতে না পেলেই হতাশ হতাম। যে রকম মানসিকতা নিয়ে ছেলেরা খেলেছে, সামনে যদি এটা না দেখতে পাই, খুবই হতাশ হব।’

তামিম ইকবাল আর সাকিব থাকলে কী দৃশ্যপট ভিন্ন হতে পারতো? মাশরাফি জানাচ্ছিলেন, ‘এর আগে ওরা থাকার পরও এশিয়া কাপ জিততে পারিনি। ওরা না থাকার পরও এবার যেভাবে লড়েছি, এটা অনেক বড় ব্যাপার। সামনে তারা আসবে। আমরা আরো শক্তি হল হবো।’

এদিকে দেশ পা দিয়েই ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। বার্তা২৪ এর পাঠকদের জন্য তা তুলে ধরা হল-

‘নাহ! এবারও হল না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জেতাতে পারি। তখন মুশফিক পাজরের ব্যাথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘন্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে। আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি। শুধু দরকার একটু দ্বায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জিতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব।
দেখা হবে আবার।’

এ সম্পর্কিত আরও খবর