ম্যানইউ কোচ সোলশজায়েরের চোখ ফাইনালে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 07:17:26

ইউরোপা লিগের শেষ চারে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ এএস রোমা।

সেমি-ফাইনালে উঠে কোচ ওলে গুনার সোলশজায়ের চোখটা রেখেছেন ফাইনালে। শেষ চারের লড়াইয়ে রোমাকে হারিয়ে দলকে নিয়ে যেতে চান শিরোপা নির্ধারণী ম্যাচে। আর সেটা সত্যি হলে ২০১৭ সালের পর এই প্রথম টুর্নামেন্টের ফাইনাল খেলবে রেড ডেভিলরা।

ইউরোপা লিগে নিজেদের শেষবারের ফাইনালে শিরোপা জিতেছিল ইউনাইটেড। কিন্তু সোলশজায়েরের অধীনে সেমি-ফাইনালে তাদের ভাগ্যটা বড়ই অপয়া। সব ধরনের প্রতিযোগিতা মিলে নিজেদের সর্বশেষ চারটি সেমি-ফাইনালেই হেরেছে তারা। তার মধ্যে রয়েছে গত মৌসুমের ইউরোপা লিগের সেমি-ফাইনালও।

আসরের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি ২-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে। প্রথম লেগের ম্যাচে একই ব্যবধানের জয় ফিরেছিল তারা স্প্যানিশ ক্লাবটির মাঠ থেকে। এবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেও একই ব্যবধানে জিতল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে সেমি-ফাইনালে উঠেছে ম্যানইউ।

এডিনসন কাভানি মাঠের লড়াইয়ের ৬ মিনিটের মধ্যেই এগিয়ে দেন ইউনাইটেডকে। ব্যবধান দ্বিগুণ হয় প্রতিপক্ষ গ্রানাডার দেওয়া আত্মঘাতী গোলে। শেষ মিনিটে আলেক্স তেল্লেসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দেন জেসুস ভাল্লেজো।

এ সম্পর্কিত আরও খবর