সুপার লিগের পক্ষে স্পেনের আদালতের রায়

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-12 16:00:54

ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) নিয়ে হৈচৈ পড়ে গেছে পুরো ইউরোপ জুড়ে। আয়োজক ১২ জায়ান্ট ক্লাব নতুন এই ফুটবল আসর নিয়ে অনড় অবস্থানে রয়েছে। ফিফা ও উয়েফা ক্লাব ও ফুটবলারদের নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে রেখেছে।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই ডামাডোলের মাঝে বিষয়টি উঠেছে আদালতে। শুধু তাই নয়। ‘বিদ্রোহী’ এই ফুটবল টুর্নামেন্টের পক্ষে রায়ও দিয়েছে স্পেনের একটি বাণিজ্যিক আদালত। কোর্ট জানিয়েছে, সুপার লিগ বন্ধ করার কোনো এখতিয়ার নেই ফিফা ও উয়েফার।

মঙ্গলবার, ২০ এপ্রিল আদালত বলেছে, ফিফা, উয়েফা ও সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনগুলো সুপার লিগ আয়োজনের ক্ষেত্রে কোনোভাবেই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

লিখিত এক রায়ে আদালত এই নির্দেশ দিয়েছে। তবে এই রায় দেওয়া নিয়ে বিস্তারিত আর কিছু জানা জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর