আর্জেন্টিনা দলে আগুয়েরো, দিবালা বাদ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 12:22:29

ইনজুরির পিছনেই অনেকটা সময় চলে গেছে সার্জিও আগুয়েরোর। ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খুব একটা খেলার সুযোগ হয়নি আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকারের। কিন্তু তারপরও বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে আগুয়েরোকে রেখেই দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব মাঠে গড়াচ্ছে আগামী মাসে। ৪ জুন দেশের মাটিতে চিলিকে আতিথ্য দিবে আর্জেন্টিনা। চারদিন পর কলম্বিয়া সফরে যাবে তারা। দুটি ম্যাচকে সামনে রেখে রোববার ৩০ সদস্যের দল দিয়েছেন কোচ স্কালোনি।

দলের আক্রমণভাগে বার্সা সুপারস্টার লিওনেল মেসি ও ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ থাকলেও দলে জায়গা হয়নি জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো দিবালার।

চার ম্যাচে অজেয় ব্রাজিল সবার ওপরে রয়েছে ১২ পয়েন্ট নিয়ে। তিন জয়ের বিপরীতে এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, আগুস্তিন মার্চেসিন ও হুয়ান মুসো।

রক্ষণভাগ: নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস মার্তিনেস কুয়ার্তা, হুয়ান ফয়েথ, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, হোসে লুইস পালোমিনো ও হেরমান পেসেইয়া।

মাঝ-মাঠ: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস, মার্কোস আকুনা, আলেহান্দ্রো গেমেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস ওকামপোস ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আক্রমণভাগ: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল কোরেয়া।

এ সম্পর্কিত আরও খবর