ফের ব্যাটিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:13:03

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য সহায় হয়েছে ক্যাপ্টেন তামিম ইকবালের। টস জিতেই ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুরুতে ব্যাট হাতে নামছে টাইগাররা। আর সিরিজ বাঁচাতে বল হাতে মাঠে নামছে সফরকারী লঙ্কানরা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন তামিম ইকবাল। ম্যাচটিতে অতিথি শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে দশ ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয় ম্যাচেও একই সিদ্ধান্ত নিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলে দুটি পবির্তন এনেছে বাংলাদেশ। এই সুযোগে এক দিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। তারকা ফাস্ট বোলার তাসকিন আহমেদের বদলে দলে ডাক পেয়েছেন এ তরুণ পেসার।

কয়েক মাসের ব্যবধানেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই খেলতে যাচ্ছেন অভিষিক্ত শরিফুল। গত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কাড়েন এ বাঁ-হাতি পেসার।

টাইগারদের দলে পরিবর্তন এসেছে আরও একটি। মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে ঢুকে গেছেন মোসাদ্দেক হোসেন। প্রায় দুই বছর বিরতি দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক। এর আগে তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইতে। শ্রীলঙ্কার বিপক্ষে।

তবে শ্রীলঙ্কা মাঠে নামছে প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়ে। স্কোয়াডে কোনো পরির্বতন আনেনি ক্যাপ্টেন কুশল পেরেরার দল।

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (ক্যাপ্টেন), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (ক্যাপ্টেন), দানুশকা গুণাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুষ্মন্ত চামিরা।

এ সম্পর্কিত আরও খবর