করোনায় নেগেটিভ ইমরুল-লিটন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 03:40:28

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইমরুল কায়েস। দুই দফার করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে তার। যে কারণে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রথম তিন রাউন্ড খেলতে পারেননি এ তারকা ব্যাটসম্যান।

অবশেষে করোনাকে হারিয়ে দিয়েছেন ইমরুল। করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে নিজের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তিনি।

টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারেননি লিটন দাসও। শ্রীলঙ্কার বিপক্ষে ডান হাতের কব্জিতে চোট পেয়েছিলেন তিনি। এক সপ্তাহ বিশ্রাম শেষে এখন দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

প্রথম ধাপের করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন লিটন। দ্বিতীয় টেস্টে নেগেটিভ রিপোর্ট পেলেই টিম হোটেলে নিজের দল আবাহনী লিমিটেডের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

বিসিবি চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘গতকাল রোববার, ৬ জুন লিটন দাসের নমুনা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আজ সোমবার, ৭ জুন ফের করোনা টেস্টের নমুনা নেওয়া হবে। ফল নেগেটিভ এলেই  টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

এ সম্পর্কিত আরও খবর