ব্রাজিলের সুপ্রিম কোর্ট আটকে দিতে পারে কোপা আমেরিকা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:12:25

কোপা আমেরিকা আয়োজনের পথে এবার নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। দেশটির সর্বোচ্চ আদালতের বিচারকরা সর্বসম্মতভাবে ভয়ানক করোনা পরিস্থিতিতে দেশটিতে কোপা আমেরিকা আয়োজনের বিরুদ্ধে একমত হয়েছেন। আগামীকাল রায় দিবেন সুপ্রিম কোর্ট। রায় বিপক্ষে গেলে ব্রাজিলের আয়োজন করা হবে না কোপা আমেরিকা।

শুরুতে কোপা আমেরিকা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কিন্তু দুর্ভাগ্য সহ-আয়োজক দেশ দুটির। তাদের দেশে হচ্ছে না এবারের কোপা আমেরিকা।

কলম্বিয়া আয়োজকস্বত্ব হারিয়েছে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায়। আর আর্জেন্টিনায় কোপা আমেরিকা হচ্ছে না করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়।

অবস্থা বিবেচনা করে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) মহাদেশীয় এ ফুটবল টুর্নামেন্ট ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্ত নেয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতিবাচক সাড়া নিতে শুরু করে প্রস্তুতি।

ব্রাজিলের ফুটবলাররা করোনার মধ্যে দেশের মাটিতে কোপা আমেরিকায় খেলার পক্ষে ছিলেন না শুরুতে। পরে অবশ্য জানিয়েছেন টুর্নামেন্টে অংশ নেবে তারা।

১৩ জুন ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।

এ সম্পর্কিত আরও খবর