ছয় বছর পর পিএসএলে ফিরছেন মুস্তাফিজ?

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ। তবে ২০২৫ আইপিএলের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। গত আসরে চেন্নাইয়ের হয়ে ১৪ উইকেট নেওয়া সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির দল তাকে ছেড়ে দিয়েছে। এবার ড্রাফটে নাম উঠলেও কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে ২০২৫ সালে আইপিএল ছাড়াই কাটবে মুস্তাফিজের মৌসুম।

আইপিএলে দল না পাওয়ায় নিজের অবসর সময়কে কাজে লাগাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন কাটার মাস্টার। প্রায় ছয় বছর পর পিএসএলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পিএসএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মুস্তাফিজ এবারের ড্রাফটে রয়েছেন।

বিজ্ঞাপন

আজ পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের বোলিং অ্যাকশনের একটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য এবারের আসর আইপিএলের সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলের দিকে ঝুঁকছেন। মুস্তাফিজ তাদের মধ্যে অন্যতম।

বিজ্ঞাপন

২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে পাঁচটি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। সেবার ৬.৪৩ ইকোনমি রেটে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবার পিএসএলে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।