মাঠের লড়াইয়ে দর্শক মুশফিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 05:53:04

বড় এক ধাক্কা খেয়েছে আবাহনী লিমিটেড। চোট নিয়ে দর্শক হয়ে গেছেন মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে বাকি অংশে খেলতে পারছেন না এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

আঙুলের চোট নিয়ে এখন জিম্বাবুয়ে সফরে অনিশ্চিত হয়ে গেছেন আবাহনী ক্যাপ্টেন। আগামী সোমবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগার ক্রিকেটারদের।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ জুন, সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে উইকেটকিপিংয়ের সময় ফিল্ডারের ছোঁড়া বল ধরতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক। তীব্র ব্যথাটা জ্বালিয়ে মারছিল তাকে। তবে চিকিৎসা নিয়ে কিপিংয়ের পর ব্যাটিংও করেন।

তবে স্ক্যান রিপোর্ট দিয়েছে খারাপ খবর। বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘আজ সকালে মুশফিকের হাতে স্ক্যান করা হয়েছে। স্ক্যানে তার বাঁ হাতের তর্জনিতে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছি। এক সপ্তাহ পর তার ইনজুরির বিষয়টি পর্যালোচনা করব। হেয়ারলাইন ফ্র্যাকচার থাকায় সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না।’

এ সম্পর্কিত আরও খবর