হ্যারি কেনের জোড়া গোলের নৈপুণ্যে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। দুর্দান্ত এ জয়ে ২৫ বছর পর এই প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে কোচ গ্যারেথ সাউথগেটের দল।
২০১৮ বিশ্বকাপের পর টানা দ্বিতীয় মেজর আসরে সেমি-ফাইনালে খেলার টিকিট পেল ইংল্যান্ড।
হ্যারি কেনের গোলে ম্যাচের চার মিনিটের মাথায় লিড নেয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল ব্যবধান ডাবল করেন হ্যারি ম্যাগুয়ের।
চার মিনিট বাদে নিজের জোড়া গোল পূর্ণ করেন কেন। ৬৩তম মিনিটে ইংলিশদের চতুর্থ গোল উপহার দেন জর্ডান হেন্ডারসন।
ওয়েম্বলিতে শেষ চারের ম্যাচে ইংল্যান্ড লড়বে ডেনমার্কের বিপক্ষে।