মাঠের লড়াইয়ে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির। ম্যাচ ফি'র ১৫ শতাংশ করে জরিমানা গুনেছেন দুজনে।
হারারে টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় দুজনে তর্কে জড়িয়েছিলেন। বিষয়টি তর্কে সীমাবদ্ধ থাকেনি। গড়িয়েছিল মাথা ঠোকাঠুকি পর্যন্ত।
মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিয়ে খানিকটা নাচের ভঙ্গিমা দেখান তাসকিন।
মুজারাবানি তখন কিছু একটা বলেন। তাসকিনের অভিযোগ মুজারাবানি তাকে গালি দিয়েছিলেন কয়েকবার। মুজারাবানির দিকে তেড়ে গিয়ে প্রতিবাদ জানান এ টাইগার ক্রিকেটার। তাসকিনের হেলমেটের গ্রিলের সঙ্গে মুখ স্পর্শ করে দাঁড়ান মুজারাবানি। চলে কথার যুদ্ধ। ক্রিজে ফিরে যাওয়ার সময় তাসকিন মুজারাবানির দিকে তাকিয়ে থাকেন অগ্নিশর্মা হয়ে।
তাসকিন আহমেদ ও ব্লেসিং মুজারাবানি জরিমানার সঙ্গে পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট।
অন-ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস, ল্যাংটন রুসেরে, টিভি আম্পায়ার আইনো চাবি অভিযোগ করায় তাদের শাস্তি দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
শাস্তি মেনে নিয়েছেন তাসকিন ও মুজারাবানি। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।