পিছিয়ে পড়েও সিরিজ ড্র বাংলাদেশের মেয়েদের
শ্রীলঙ্কা সফরে প্রথম দুই ম্যাচে শোচনীয়ভাবে হেরে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারার পর দ্বিতীয়টিতে হারে ৬৫ রানে। তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় যুবা টাইগ্রেসরা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে চতুর্থ ম্যাচে লঙ্কানদের ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই ২-০ তে পিছিয়ে পরা সিরিজ টাইগ্রেসরা শেষ করলো ২-২ ড্র তে।
কলম্বোর বার্গার রিক্রিয়েশন ক্লাব মাঠে আজ বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ৪ ওভারে ৩৯ রান করে। তবে মিডল অর্ডার ব্যর্থতায় ১২৬ রানেই অলআউট হয় তারা।দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন জান্নাতুল মাওয়া। এছাড়া আফিয়া আসিমার ব্যাট থেকে আসে ২১ রান।
জবাবে নিশিতা-ফাহমিদা-জান্নাতুলের দারুণ বোলিংয়ে লঙ্কান মেয়েরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পারে ১০৫ রান।ইনিংসের প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে শূন্য করে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুতেই ব্যকফুটে যাওয়া লঙ্কান মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রান ও হিরুনি হানসিকা’র ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস, কেবলমাত্র হারের ব্যবধান-ই কমিয়েছে।
১৮ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এমন পারফরম্যান্স অবশ্যই আত্মবিশ্বাসের রসদ জোগাবে যুবা টাইগ্রেসদের।