অনেক দিন ধরেই প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর স্বপ্ন দেখে যাচ্ছিলেন সাদমান ইসলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে।
অষ্টম টেস্টে ধরা দল বহুল কাঙ্ক্ষিত সোনার হরিণ নামক সেই শতক। লাল বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়ে যারপরনাই উচ্ছ্বাসিত সাদমান।
হারারে টেস্ট শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরে নিজের স্বপ্নপূরণ নিয়ে সাদমান বলেন, 'সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম একশ নিয়ে। ওরকম প্রস্তুতি নিচ্ছিলাম, আশায় ছিলাম যে একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি, তাই ভালো একটি ফল এসেছে। দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে। জয় নিয়ে দেশে ফিরেছি।'
দ্বিতীয় ইনিংসে সাদমানের (১১৫*) প্রথম ও শান্তর (১১৭*) দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ২২০ রানের জয় পায় বাংলাদেশ।
সাদমানের সঙ্গে দেশে ফিরেছেন টেস্ট দলের নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, সাইফ হাসান ও অধিনায়ক মুমিনুল হক।
তবে শুধু টেস্ট দলে থাকলেও সীমিত ওভারের সিরিজের প্রস্তুতিতে সহায়তার জন্য দলের সঙ্গে জিম্বাবুয়ে রয়ে গেছেন দুই পেসার আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন।