তাসকিনের পর মিরাজের আঘাত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 14:56:11

ব্যাট হাতে শুরুতে মাঠে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় স্কোরে ৩ রানের মাথায় স্বাগতিকরা হারিয়ে ফেলেছে ওপেনার তিনাশে কামুনহুকামউইয়ের উইকেট। পেসার তাসকিন আহমেদের বলে এক রান নিয়ে আফিফ হোসেনের তালুবন্দী হন তিনাশে।

পরে স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিরিয়ে দিয়েছেন তাদিওয়ানাশে মারুমানিকে। মিরাজের বলে বোল্ড হওয়ার আগে এ ওপেনার যোগ করেন ১৩ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ২৩* রান নিয়ে উইকেটে রয়েছেন এখন রেগিস চাকাভা। ২২* তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ব্রেন্ডন টেলর।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস জিততে পারেননি টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ে ক্যাপ্টেন ব্রেন্ডন টেলর। যে কারণে শুরুতে বল হাতে মাঠে নেমেছে বাংলাদেশ।

টাইগারদের একাদশে কোনো বদল আসেনি। প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে স্বাগতিক জিম্বাবুয়ের একাদশে দুটি পরিবর্তন এসেছে। চোট পাওয়ায় রায়ান বার্ল ও টিমাইসেন মারুমার বদলে দলে জায়গা পেয়েছেন সিকান্দার রাজা ও তিনাশে কামুনহুকামউই। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (ক্যাপ্টেন), লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর, তিনাশে কামুনহুকামউই, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, সিকান্দার রাজা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনাগারাভা ও ওয়েসলি মাধেভেরে।

এ সম্পর্কিত আরও খবর