সাঁতারু আরিফুল ইসলামের পর টোকিও অলিম্পিকের মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল হিট থেকে বিদায় নিয়েছেন জুনাইনা আহমেদও।
জুনাইনাও আরিফুলের মতো নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। ২৯.৭৮ সেকেন্ডের টাইমিং নিয়ে হিটে পঞ্চম হয়েছেন জুনাইনা। সব মিলিয়ে ৮১ জনের মধ্যে ৬৮তম হয়েছেন বাংলাদেশি সাঁতারু। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৩০.৯৬ সেকেন্ড টাইমিং করেছিলেন জুনাইনা।
তার আগে টোকিও অলিম্পিকে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিট থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম।
আসর থেকে বিদায় নিলেও নিজের ব্যক্তিগত রেকর্ড ভেঙেছেন এ সাঁতারু। এতদিন তার সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড।
অলিম্পিকে সাঁতার শেষ করেছেন তিনি ২৪.৮১ সেকেন্ড সময় নিয়ে। সুবাদে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে আট জনের মধ্যে তৃতীয় হয়েছেন আরিফুল। সব মিলিয়ে ৭৩ জন সাঁতারুর মধ্যে আরিফুল হয়েছেন ৫১ তম।