ডোপ টেস্টে পজিটিভ ওকাগবারে

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-06 07:38:32

১০০ মিটার স্প্রিন্টের শেষ চারের টিকিট পেয়েছিলেন ব্লেসিং ওকাগবারে। কিন্তু সেমি-ফাইনালে তার খেলা হলো না। 

কেননা ডোপ টেস্টে ধরা পড়ে টোকিও অলিম্পিক থেকেই ছিটকে গেছেন নাইজেরিয়ান এ স্প্রিন্টার।

টোকিও অলিম্পিকে এই প্রথম কোনো অ্যাথলেট ডোপ টেস্টে পজিটিভ হলেন। 

নিষিদ্ধ হরমোন নেওয়ার অপরাধে টোকিও অলিম্পিকে নিষিদ্ধ হয়েছেন ওকাগবারে।

ডোপ টেস্টে ওকাগবারের পজিটিভ হওয়ার খবর আজ শনিবার জানিয়েছে অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ)।

টোকিওতে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলেতেও অংশ নেওয়ার কথা ছিল ওকাগবারের। 

এআইইউ জানিয়েছে, গত ১৯ জুলাইয়ের টেস্টে পজিটিভ রিপোর্ট আসে ওকাগবারের। অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি তাকে আজ জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর