শূন্য হাতে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-12 07:21:05

কিরগিজস্তান সফর শেষে শূন্য হাতেই দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। স্বাগতিক কিরগিজস্তান, ফিলিস্তিন ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচেই হারের তেতো স্বাদ হজম করেছে দেশের ফুটবলাররা।

দুই সপ্তাহের মিশন শেষ করে গতকাল শুক্রবার বিকেলে দেশে ফেরার কথা ছিল কোচ জেমি ডে’র শিষ্যদের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে ছয় ঘণ্টা পর রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছায় দল।

বাফুফের ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই ফুটবলাররা নিজ নিজ ক্লাবে চলে গেছেন। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের এখনো তিনটি ম্যাচ বাকি। ম্যাচ তিনটিতে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শেখ রাসেল, সাইফ স্পোর্টিং ও ঢাকা আবাহনী। 

১৯ সেপ্টেম্বরের মধ্যে লিগের বাকি ম্যাচগুলো শেষে ২০ সেপ্টেম্বর থেকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের। 

জামালদের ম্যাচ উপভোগ করতে কিরগিজস্তানে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলারদের সঙ্গে তিনিও ঢাকায় পা রেখেছেন।

এ সম্পর্কিত আরও খবর