মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্বে স্বস্তির দেখা নেই। প্রথম ম্যাচের মতো গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচেও ধরাশায়ী হলেন সাবিনা-কৃষ্ণারা। এবং সেটা বড় ব্যবধানে।
দেশের মেয়েরা ইরানের কাছে উড়ে গেল ৫-০ গোলে। জর্ডানের কাছেও একই ব্যবধানে হার মেনেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে তিন দলের গ্রুপে টানা দুই হারে আসর থেকে খালি হাতেই বিদায় নিল বাংলাদেশ।
আজ বুধবার, ২২ সেপ্টেম্বর ‘জি’ গ্রুপে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা পাত্তাই পাননি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসেন দেশের মেয়েরা। ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে ইরানি ডিফেন্ডার মেলিকা মতিভাল্লি মাথা ছুঁয়ে জড়িয়ে দেন জালে।
পরে জোড়া গোল করেন বেহেনাজ তাহেরখানি। দুটি গোলই করেন তিনি পেনাল্টি থেকে। হাস্যকরভাবে দুবারই বক্সের মধ্যে থাবা দিয়ে বল থামান মিসরাত জাহান ও শিউলি আজিম। সঙ্গে গোল এনে দেন গুলনুশ খুশরাভি ও হাজার দাব্বারঘির