চিকিৎসার জন্য হাসান মাহমুদকে বিদেশে পাঠাচ্ছে বিসিবি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 14:16:30

অনেক দিন ধরে পিঠের ইনজুরি জ্বালিয়ে মারছে হাসান মাহমুদকে। দীর্ঘ দিন পুনর্বাসন কার্যক্রম চালিয়েও মাঠের লড়াইয়ে ফিরতে পারছেন না তরুণ এ পেসার। তার পিঠের ব্যথার উৎপত্তিস্থল নির্ণয় সম্ভব হয়নি। বাংলাদেশে এটা সম্ভবও নয়। যে কারণে দেশের বাইরে হাসান মাহমুদের চিকিৎসা করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

করোনা মহামারির কারণে চিকিৎসা ভিসা পেতে সমস্যা হয়েছে। যে কারণে একটু দেরি করেই হাসান মাহমুদকে বিদেশ পাঠাচ্ছে বিসিবি। 

আজ বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, 'সে আমাদের তত্ত্বাবধানে দীর্ঘ দিন ধরে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা করে ওর মধ্যে আমরা বড় কোনো সমস্যা খুঁজে পাইনি। আমরা এখন মনে করছি সমস্যা খুঁজে বের করার জন্য তার একটি বায়োমেকানিক্যাল মূল্যায়ন প্রয়োজন।'

হাসান মাহমুদকে বিদেশে নেওয়ার ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ' বায়োমেকানিক্যাল মূল্যায়ন দেশে সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যে দেশের বাইরে পাঠানোর। করোনার কারণে বিভিন্ন দেশে ভ্রমণে বিধি নিষেধ রয়েছে। কয়েক জায়গায় কথা বলছি। আমাদের কথা বার্তা চূড়ান্ত হলে দুই-তিন সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে পাঠাব।'

গত মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে পিঠের চোট পান হাসান মাহমুদ। পরে কিছুদিন বিশ্রামে থেকে জাতীয় দলের ফিজিওর অধীনে শুরু হয় তার পুনর্বাসন কার্যক্রম।

এ সম্পর্কিত আরও খবর