হ্যারি কেনের দুরন্ত হ্যাটট্রিক

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 03:54:25

বেঞ্চে বসেই ছিলেন হ্যারি কেন। বদলি হিসেবে মাঠে নেমেই দ্যুতি ছড়ালেন ইংল্যান্ডের এ তারকা স্ট্রাইকার। হাঁকালেন দুরন্ত এক হ্যাটট্রিক।

কেনের ২০ মিনিটের হ্যাটট্রিকে গোলের উৎসবে মাতল টটেনহ্যাম হটস্পার। ইউরোপা কনফারেন্স লিগে এনএস মুরাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পার শিবির।

কেনের হ্যাটট্রিকের আগে ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যে দু গোলের দেখা পান ডেলে আলি ও লো সেলসো। ক্লাব মুরার হয়ে একটি গোল শোধ করেন জিগা কাউস।

এ সম্পর্কিত আরও খবর