শচীন-গার্দিওলার গোপন বিনিয়োগ ফাঁস

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-16 17:03:38

পানামা পেপার্সের পর সারা বিশ্বে এবার হৈচৈ ফেলে দিয়েছে ‘প্যান্ডোরা পেপার্স’। প্রভাবশালী ব্যক্তিদের গোপন আর্থিক লেনদেন ফাঁস করে দিয়েছে এটি। এই গোপন নথি প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা-আইসিআইজে। 

তাতেই বেরিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম। 

২০১৩ সালে শচীন ও তার পরিবার অফশোর বিনিয়োগ করেছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি প্রতিষ্ঠানে। শচীন, তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতা- তিন জনের ২৮টি শেয়ার ছিল প্রতিষ্ঠানটিতে। সেখানে বিনিয়োগ করা প্রায় আড়াইশ’ কোটি টাকা ২০১৬ সালে তুলে নিয়েছেন তারা। 

শচীন টেন্ডুলকারের গোপন বিনিয়োগের খবর অস্বীকার করে তার আইনজীবি জানান, ‘বিদেশে টেন্ডুলকারের বিনিয়োগ আছে, তবে সবগুলোই বৈধ ও আইনসিদ্ধ। সেসব বিনিয়োগ করার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই করা হয়েছে সব।’

শচীনের সঙ্গে ‘প্যান্ডোরা পেপার্স’ এ উঠে এসেছে কোচ পেপ গার্দিওলার নামও। ফুটবলার হিসেবে 

দুই বছর কাতারের আল আহলিতে যে আয় করেছিলেন কাতালান এ কোচ তা স্পেনের কর কর্তৃপক্ষের কাছে গোপন করেন। অ্যান্ডোরায় গার্দিওলার ব্যাংক অ্যাকাউন্টও ছিল। কাতার লিগের সব আয় এই অ্যাকাউন্টেই জমা করতেন তৎকালীন ফুটবলার গার্দিওলা। 

এ সম্পর্কিত আরও খবর