উড়ন্ত ইতালি মাটিতে, প্রতিশোধ নিয়ে ফাইনালে স্পেন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:36:29

টানা ৩৭ ম্যাচ অজেয় থাকার বিশ্ব রেকর্ড গড়ে আকাশেই যেন উড়ছিল ইতালি। অবশেষে তাদের কীর্তিময় অভিযাত্রায় ছেদ পড়ল। আজ্জুরি শিবিরকে মাটিতে নামিয়ে আনল স্পেন।

স্যান সিরোর রোমাঞ্চকর লড়াইয়ে ইউরো জয়ী দশ জনের ইতালিকে ২-১ গোলে ধরাশায়ী করেছে স্পেন। এ জয়ের সুবাদে ন্যাশন্স লিগের ফাইনালের টিকিট কেটেছে কোচ লুইস এনরিকের শিষ্যরা।

উয়েফার দ্বিতীয় সারির এ টুর্নামেন্টে পুরনো একটি প্রতিশোধ নিয়ে নিল স্পেন। ওয়েম্বলিতে ২০২০ ইউরোর সেমি-ফাইনালে এই ইতালির কাছেই যে সেমি-ফাইনালে পেনাল্টি শ্যূটআউটে হেরে গিয়ে ছিল স্পেন। 

অতিথি স্পেনের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। লোরেনজো পেল্লেগ্রিনি ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করেন ইতালির হয়ে।

ইতালি ১-০ গোলে পিছিয়ে যেতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাপ্টেন লিওনার্দো বোনুচ্চি। শক্তি হারিয়ে ফেলে দশ জনের ইতালি সেভাবে আর খেলায় ফিরতে পারেনি। সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

এ সম্পর্কিত আরও খবর