অ্যাশেজ সিরিজেও নেই স্টোকস-আর্চার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:40:04

জৈব সুরক্ষা বলয়ের ধকল।অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন শর্ত। আর সিনিয়র ক্রিকেটারদের না খেলতে চাওয়া - সবমিলিয়ে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফর বাতিল হওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। 

অবশেষে শঙ্কার সকল কালো মেঘ কেটে গেছে। ইংলিশ ক্রিকেটাররা নির্ধারিত সূচিতেই অ্যাশেজ সিরিজ খেলতে যাচ্ছে। অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যে ১৭ সদস্যের শক্তিশালী দল নিয়েই যাচ্ছে ইংল্যান্ড। 

আগে থেকেই দলের বাইরে থাকা অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার জোফরা আর্চার নেই দলে। বাদ পড়েছেন ওলি স্টোন। 

মানসিক অবসাদ দূর করতে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে আছেন স্টোকস। পরে তর্জনীতে করেছেন অস্ত্রোপচার। আর কনুইয়ের চোট জ্বালিয়ে মারছে আর্চারকে। যে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই দুজনের কেউই। কনুই ও পিঠের ইনজুরির কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার স্যাম কারান। অলরাউন্ডার মঈন আলী তো টেস্ট ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। 

পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ ব্রিসবেনে শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। 

ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), ররি বার্নস, হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডেভিড মালান, অলি পোপ, ড্যান লরেন্স, জনি বেয়ারস্টো, জস বাটলার (সহ-অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ডোমিনিক বেস, ক্রিস ওকস, মার্ক উড, ক্রেইগ ওভারটন ও অলি রবিনসন।

এ সম্পর্কিত আরও খবর