নামিবিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:59:29

প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। সেটা যেন আমলেই নিলো না নামিবিয়া। বুক চিতিয়ে লড়লো ব্যাট হাতে। ব্যাটিং লড়াইটাও চালিয়ে গেল সমান তালে। তবে জমিয়ে তুলেও ম্যাচ বের করে নিতে পারল না। আফ্রিকানরা হার মানল শেষে ৪৫ রানে।

এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতল পাকিস্তান। সুবাদে বাবর আজমের দল পৌঁছে গেল বৈশ্বিক এ ক্রিকেট আসরের সেমি-ফাইনালে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে গুটিয়ে গেছে নামিবিয়া। ডেভিড উইয়েসে ৪৩* রানে অপরাজিত থেকে যায়। ক্রেইগ উইলিয়ামস করেন ৪০ রান। স্টেফান বার্ড ২৯ রান এনে দেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাদাব খান।

ব্যাট হাতে তাণ্ডব চালালেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। দুজনেই পেলেন দাপুটে দুটি ফিফটি। দুজনের ব্যাটিং ঝলকে নামিবিয়ার সামনে জয়ের জন্য ১৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।

ম্যাচ সেরা রিজওয়ান ও বাবর উদ্বোধনী জুটিতে এনে দেন ১১৩ রান। ৫০ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৯* রানের দুরন্ত এক ইনিংস খেলেন রিজওয়ান। ৪৯ বল ৭ বাউন্ডারিতে ৭০ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন বাবর।

সঙ্গে ৩২* রানে অপরাজিত থেকে যান মোহাম্মদ হাফিজ। সুবাদে ২ উইকেটে ১৮৯ রানের পাহাড়সম স্কোর গড়ে ফেলে পাকিস্তান।

নামিবিয়ার হয়ে একটি করে উইকেট নেন ডেভিড উইয়েসে ও জান ফ্রাইলিঙ্ক।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান।

এ সম্পর্কিত আরও খবর