দুরন্ত হ্যাটট্রিকে রুনিকে টপকালেন হ্যারি কেন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 02:31:26

মাঠের লড়াইয়ে ফুটবল জাদু দেখালেন হ্যারি কেন। মায়াজালে আটকে রাখলেন মাঠের দর্শকদের। নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে বিমোহিত করলেন দুনিয়ার তাবৎ ফুটবল প্রেমীদের। পেলেন দুরন্ত এক হ্যাটট্রিকের দেখা। তার ফুটবল নৈপুণ্যে বিশ্বকাপ বাছাই পর্বে আলবেনিয়াকে নিয়ে ছেলে-খেলা করল ইংল্যান্ড। নিজেদের মাঠ ওয়েম্বলিতে প্রতিপক্ষকে উড়িয়ে দিল ৫-০ গোলের বড় ব্যবধানে।

দুর্বার এ জয়ে ২০২২ কাতার বিশ্বকাপের খুব কাছে চলে গেছে ইংল্যান্ড। সরাসরি বিশ্বকাপের মূল আসরে পা রাখতে তাদের দরকার এখন মাত্র এক পয়েন্ট। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সান ম্যারিনোর বিপক্ষে ড্র করলেই চলবে ইংলিশদের জন্য। আর জিতলে তো কথাই নেই।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। স্বাগতিকদের লিড এনে দেন হ্যারি ম্যাগুয়ের। ঠিক নয় মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। স্কোর লাইনে গোল যোগ করেন জর্ডান হেন্ডারসনও। পরে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যারি কেন। পাঁচটি গোলই আসে ম্যাচের প্রথমার্ধে।

এ ম্যাচে ইংল্যান্ডের হয়ে জিমি গ্রেভসের করা ৪৪ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন হ্যারি কেন। আর দেশের জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে জড়িয়ে পেয়েছেন ৩৯ গোল। এতে টটেনহ্যাম হটস্পারের হয়ে তারকা এ স্ট্রাইকার অবশ্য ভেঙে ফেলেছেন ওয়েন রুনির রেকর্ড (৩৭ গোল)।

এ সম্পর্কিত আরও খবর