রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য অনিশ্চিত

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:27:30

বিশ্বকাপের টিকিট পেতে একটি পয়েন্টই যথেষ্ট ছিল পর্তুগালের জন্য। মানে একটি পয়েন্ট পেলেই হতো। স্বাগতিক পর্তুগাল সেটা প্রায় করেই ফেলেছিল। 

ম্যাচের দুই মিনিটের মাথায় রেনাতো সানচেজের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। পরে দুসান তাদিকের গোলে সমতায় ফেরে সার্বিয়া। তখন ধরেই নেয়া হচ্ছিল ম্যাচ ড্র হতে যাচ্ছে। আর পর্তুগিজরা বিশ্বকাপে নাম লেখাতে যাচ্ছে। 

কিন্তু তখনো নাটকীয়তা বাকি। শেষ মিনিটে অঘটনের শিকার হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বদলি হিসেবে মাঠে নামা ফুলহ্যামের স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচের মাথা ছোঁয়া নাটকীয়ভাবে গোল করে বসেন শেষ মিনিটে। তার অবিশ্বাস্য গোলে বিশ্বকাপে পৌঁছে গেছে সার্বিয়া। আর পর্তুগালের বিশ্বকাপ ভাগ্যটা হয়ে গেছে অনিশ্চিত। 

পর্তুগালের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। তবে কাতার বিশ্বকাপের টিকিট পেতে হলে এখন তাদের খেলতে হবে প্লে-অফে। এই বাধা উতরে যেতে পারলে তারা পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ। 

২০১৩ সালের অক্টোবরের পর ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে এর আগে কখনো হারেনি পর্তুগাল। অজেয় থেকে তাদের সেই পথ চলার পথে এবার ছেদ পড়ল এই হারে।  

এ সম্পর্কিত আরও খবর