সাকিব-মুশফিক না থাকায় অস্বস্তিতে নেই মাহমুদউল্লাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 03:00:53

হ্যামস্ট্রিংয়ের ইনজুরি দর্শক বানিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এ অলরাউন্ডারের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মুশফিকুর রহিম। অভিজ্ঞ এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে বিশ্রামে পাঠিয়েছেন নির্বাচকরা।

আর দেশসেরা ওপেনার তামিম ইকবাল তো অনেক দিন ধরেই টি-টোয়েন্টি খেলছেন না। তার ওপর আঙুলের চোট ছিটকে দিয়েছে তাকে মাঠের লড়াই থেকে। 

যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তারুণ্য নির্ভর দল নিয়েই আগামীকাল শুক্রবার, ১৯ নভেম্বর মাঠে নামছে টাইগাররা। দলের সিনিয়র ক্রিকেটার বলতে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ একা। 

দলে সাকিব-মুশফিক না থাকলেও চিন্তিত নন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা ঠিক যে এটা খুবই নতুন একটা দল, তরুণ খেলোয়াড়। অভিজ্ঞতা সব সময় সহায়তা করে, যেহেতু সাকিব নেই, মুশফিক নেই, হয়তো সিদ্ধান্ত নিতে...। তবে অস্বস্তি ওরকম কখনো বোধ করি না। ওরা থাকলে পরামর্শ সব সময়ই কাজে আসে এবং ওদের সাথে আমি খুব ওপেনলি শেয়ার করতে পারি এবং ওরাও ওদের মতামতগুলো শেয়ার করে।’

সাকিব-মুশফিক না থাকলেও দুশ্চিন্তা করছেন না মাহমুদউল্লাহ, ‘কিন্তু ওই জিনিসটা (না থাকা) নিয়ে আমার মনে হয় না চিন্তা করে লাভ আছে। আমার যতটুকু জ্ঞান আছে, ওইটুকই।’

দুঃস্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন টাইগাররা। বিশ্বকাপ নিয়ে এখন মাথা না ঘামিয়ে মাহমুদউল্লাহ মনোযোগ দিতে চান পাকিস্তান সিরিজে। 

এ নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাচ্ছি না। দৃষ্টি রাখছি এই টি-টোয়েন্টি সিরিজে। এই তিনটা ম্যাচে আমরা দলের জন্য কতটুকু ভালো অবদান রাখতে পারি ব্যক্তিগতভাবে ওটাই মুখ্য বিষয় এবং ওটায় নজর দিচ্ছি। কারণ যে জিনিসগুলো আগে হয়ে গেছে সে জিনিস নিয়ে চিন্তা করলে বরং নেতিবাচক প্রভাব পড়তে পারে, আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি সবকিছু। তারপরও আমি বলব অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হবে৷’

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সিরিজে টাইগারদের প্রতিপক্ষ বিশ্বের অন্যতম সেরা দল পাকিস্তান। তরুণদের নিয়ে তাদের মোকাবেলা করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। ব্যাপারটা অকপটে স্বীকার করে নিলেন মাহমুদউল্লাহ, ‘পাকিস্তান এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল, তো আমাদের অনেকগুলো নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে দলে। এটা আমাদের জন্য খুব কঠিন।’

এ সম্পর্কিত আরও খবর