বেফাঁস মন্তব্যে বিসিবি’র জেরার মুখে মুশফিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 23:48:44

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে রাখেনি বিসিবি। এতেই নানা গুঞ্জনটা ডালপালা মেলতে থাকে। শোনা যায়, মুশফিককে টি-টোয়েন্টি থেকেই বাদ দেওয়া হয়েছে।

তবে মিনহাজুল আবেদীন নান্নু বলেন ভিন্ন কথা। প্রধান নির্বাচক জানান, বাদ পড়েননি মুশফিক। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সিরিজকে সামনে রেখে বিশ্রামে রাখা হয়েছে তাকে।

কিন্তু দল থেকে বাদ পড়ার পর এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন মুশফিক। দেশের অন্যতম নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান জানিয়েছেন, বিশ্রামের বিষয়ে বোর্ড কর্তাদের সঙ্গে তার কোনো কথাই হয়নি। শুধু তাই নয়, তিনি নিজে থেকে নাকি বিশ্রাম নিতে চাননি। তাই দলে নাম না থাকাটাকে বাদ পড়েছেন হিসেবেই দেখছেন।

এ জন্য মুশফিক পড়েছেন এখন জেরার মুখে। আজ শুক্রবার, ১৯ নভেম্বর মুশফিকের কাছে এমন বেফাঁস মন্তব্যের কারণ জানতে চেয়েছে বোর্ড। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে এ নিয়ে শুনানি হওয়ার কথা। বিসিবি’র একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

এ সম্পর্কিত আরও খবর