বাবরকে ফেরালেন বিপ্লব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 05:50:12

পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাত হেনেছেন আমিনুল ইসলাম বিপ্লব। বিদায় করে দিয়েছেন বাবর আজমকে। পাকিস্তান ক্যাপ্টেন সাজঘরে ফেরার আগে ১৯ রান যোগ করেন দলীয় স্কোরে। ৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে এখন ৩৮ রান।

ভালো ব্যাটিংয়ের মহড়া দিয়েছে বাংলাদেশ। তবে সংগ্রহ বড় করতে পারেনি। প্রথম টি-টোয়েন্টির স্কোরও স্পর্শ করতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১২৪ রান।

অসাধারণ ব্যাটিংয়ে ফিফটি ছোঁয়ার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। লক্ষ্যে অটুট থেকে এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু অর্ধ-শতক স্পর্শ করতে পারেননি তারকা এ ওপেনার। তিন রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন নাঈম। ৫০ বলে ৪৭ রানের ইনিংসটি সাজান তিনি ২টি করে চার ও ছক্কায়। ১৩ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।

ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে যাচ্ছিলেন আফিফ হোসেন। ওপেনার মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ৪৩ রানের পার্টনারশিপ গড়েন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২০ রান নিয়ে ফিরেন তরুণ এ অলরাউন্ডার। উসমান কাদিরের বলে উইকেটের পিছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন আফিফ। 

দুরন্ত ব্যাটিংয়ের আভাস দিয়ে যাচ্ছিলেন শামীম হোসেন। শুরুতে ব্যাটিং ঝলক দেখালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তরুণ এ ব্যাটার। খুব বেশিক্ষণ ক্রিজে টিকতেও পারেননি। নিজের ইনিংসটা বাড়িয়ে নিতে পারেননি। ব্যক্তিগত ২২ রানে উসমান কাদিরের বলে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামীম।

তার আগে অভিষেকেই ক্রিকেট প্রেমীদের চমকে দেন শাহনওয়াজ দাহানি। অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারেই পান উইকেটের দেখা। ওভারের তৃতীয় বলে পাকিস্তানের তরুণ এ পেসার ফিরিয়ে দেন টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্তকে। শাহনওয়াজের বলে বোল্ড হওয়ার আগে মাত্র ৫ রান সংগ্রহ করেন তিনি। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে নেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। এনিয়ে টানা তিন টি-টোয়েন্টিতেই টস ভাগ্য সহায় হলো বাংলাদেশের। টস জিতে বরাবরের মতো এ ম্যাচেও ব্যাটিং বেছে নেয় টাইগাররা।

এ সম্পর্কিত আরও খবর