ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 09:09:30

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসি

এবার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ফেভারিটদের একজন লিওনেল মেসি। তার সঙ্গে ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়েও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। 

চলতি বছর মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথমবারের মতো ছিনিয়ে নিয়েছেন কোপা আমেরিকা।তার আগে বার্সেলোনার হয়ে জেতেন কোপা দেল রে ট্রফি 

পিএসজি’র এ মেগাস্টার নিজে ৪১ গোল করেছেন। সঙ্গে সতীর্থদের ১৪ গোলে করেছেন সহায়তা।

ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ের দৌড়ে মেসির সঙ্গে আছেন করিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, রবার্ট লেওয়ানডোস্কি, কাইলিয়ান এমবাপ্পে ও জর্জিনিও।

ফিফার বর্ষসেরা ফুটবলার বেছে নিতে জাতীয় দলের অধিনায়কদের সঙ্গে সাংবাদিকরা ভোট দিবেন ১০ ডিসেম্বর পর্যন্ত। 

জানুয়ারির শুরুতে তিন জনের সংক্ষিপ্ত তালিকা দিবে ফুটবল দুনিয়ার এ অভিভাবক সংস্থাটি। ১৭ জানুয়ারি জানা যাবে বিজয়ীর নাম।

এ সম্পর্কিত আরও খবর

right arrow