তবে কি টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন কোহলি?
সর্বকালের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকা করলে বিরাট কোহলির নামটা অবশ্যই থাকবে। লম্বা সময় ধরে ভারতের ব্যাটিং লাইন-আপকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের ভিতর দিয়ে যাচ্ছেন ভারতের এই ব্যাটিং স্তম্ভ। আর তার প্রভাব পড়ল সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে।
সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ পিছিয়ে কোহলি নেমে গেছেন ২৭ নম্বরে। গত এক যুগেরও বেশি সময় ধরে এত নিচে তিনি আর নামেননি। ২০১২ সালের ডিসেম্বরে কোহলির অবস্থান ছিল ৩৬ নম্বরে। ১২ বছর পর এবারই প্রথম ২৫–এর বাইরে ছিটকে গেলেন।
সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের শেষ চার টেস্টে বড় রান আসেনি কোহলির ব্যাট থেকে। ৯ ইনিংস ব্যাট করে মাত্র ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছেন কোহলি।
তবে কেবলমাত্র অস্ট্রেলিয়া সিরিজেই যে কোহলি বাজে পারফরম্যান্স করেছেন এমনটি না। ২০২৪ সালে ১০ টেস্টে ১৯ ইনিংসে মাত্র ২৪.৫২ গড়ে ১১৭ রান করেন কোহলি। যেখানে তিনি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাত্র ১টি।
এছাড়া বার বার একই ধরনের বলে আউট হওয়ার মত দৃষ্টিকটু বিষয় তো আছেই। অস্ট্রেলিয়া সিরিজে ৮ বারই আউট হয়েছেন স্লিপে অফ-সাইডের বল খেলতে গিয়ে।
বারবার ব্যর্থতার পরেও কোহলিকে দলে নেওয়ায় হচ্ছে সমালোচনা। তারকা সংস্কৃতিকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তিরা। কোহলিকে বাদ দিয়ে নতুন কাউকে দলে নেওয়ার কথা বলছেন তারা। কোহলির অবসরের বিষয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীর জানান অবসরের বিষয়টা কোহলির উপরই ছেড়ে দিতে চান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজে স্কোয়াডে কোহলির না থাকার সম্ভাবনার গুঞ্জন রয়েছে। এমনটি হলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।