ক্যারিবিয়ানদের নিরাপত্তায় পাকিস্তানের ৮৮৯ কমান্ডো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 06:06:51

ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান। স্বাগতিকরা প্রস্তুত অতিথি ক্যারিবিয়ানদের নিরাপত্তা দিতেও। উইন্ডিজের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য সবমিলিয়ে ৪৬ জন ডিএসপি, ৩১৫ জন এনজিও, ৩৮২২ জন কনস্টেবল ও হেড কনস্টেবল, ৫০ জন নারী পুলিশ ও র‍্যাপিড রেসপন্স ফোর্সের ৫০০ জন সদস্য কাজ করবেন।

এখানেই শেষ নয়। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন স্পেশাল সিকিউরিটি ইউনিটের ৮৮৯ জন কমান্ডো। সঙ্গে থাকবেন স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা। তারা সাদা পোশাকে স্টেডিয়াম ও হোটেলে ক্রিকেটারদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করবেন।

সোমবার, ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর ১৮ ডিসেম্বর মাঠে গড়াবে দুদলের বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে ম্যাচ। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হবে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও খবর