এবারের বিপিএলে আইকন ক্রিকেটার মাশরাফি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:28:43

মাশরাফি বিন মর্তুজা সর্বশেষ খেলেন ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। পরে আর মাঠে নামা হয়নি সাবেক এ টাইগার অধিনায়কের। তবে অনেক দিনের বিরতি শেষে ক্রিকেট ময়দানে ফিরতে যাচ্ছেন টাইগারদের সফলতম এ ক্যাপ্টেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরেই খেলবেন মাশরাফি।

মাঝে দীর্ঘ বিরতি শেষে মাঠে নামলেও বিপিএলে মাশরাফি ‘আইকন’ক্রিকেটার হিসেবেই থাকছেন। আজ বুধবার, ১৫ ডিসেম্বর এমন ইঙ্গিত দিয়েছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘মাশরাফি কেন খেলবে না? আইকন হিসেবেই থাকবে আশা করছি। ওপরের তালিকায় আছে। ৬ জন আইকন তো থাকবে। পরশু দিনের (শুক্রবার) মধ্যে জানা যাবে।’

মাশরাফি খেললে বিপিএলের জন্য সেটা সৌভাগ্যের। আকরাম বলেন এমনটাই, ‘মাশরাফি খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি ওর সাথে খেলাটাও অনেক সৌভাগ্যে ব্যাপার। কারণ ও খুব অভিজ্ঞ, ও অনেকদিন বাংলাদেশ দলকেও সেবা দিয়েছে, ও খেলা মানে বিপিএলে চাপটা বেড়ে যায়। আমার মনে হয় যারা ওর সাথে খেলবে তারা অনেক ভাগ্যবান।’

বিপিএলের আগামী আসর মাঠে গড়াতে পারে ২০ জানুয়ারি। কিন্তু ২৭ জানুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসল)। একই সময় দুটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ায় বিদেশি তারকা ক্রিকেটার নাও পাওয়া যেতে পারে।

তবে বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার না থাকার শঙ্কায় চিন্তিত নয় বিসিবি। আকরাম খান এ নিয়ে বলেন, ‘আমাদের তো সময়েরও অনেক ব্যাপার আছে। এটা তো অনেক আগে থেকে ক্যালেন্ডার করে রেখেছি। টি-টোয়েন্টিতে অনেক সময় অনেক জায়গায় ক্ল্যাশ হবেই। শারজাহতে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে, খেলোয়াড়ও তো কম নেই। আমার মনে হয় বাংলাদেশে এর আগেও অনেক তারকা খেলোয়াড় খেলে গেছে এবং এবারও শোনা যাচ্ছে অনেক বড় বড় মাপের খেলোয়াড় আসবেন। তো আমার মনে হচ্ছে না বিপিএলে কোনো ধরনের প্রভাব ফেলবে।’

এ সম্পর্কিত আরও খবর