বিসিবি’র কমিটিতে ব্যাপক পরিবর্তন, অপারেশন্সে জালাল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 01:42:33

অক্টোবরে পরিচালনা পর্ষদের নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় ফের বিসিবি সভাপতি হন নাজমুল হাসান পাপন। তবে পরিচালকরা যে যার আগের পদে বহাল রয়ে যান। দ্বিতীয় বোর্ড সভাতেই বিসিবি’র স্ট্যান্ডিং কমিটিতে এলো ব্যাপক পরিবর্তন। বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। আগে তিনি ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।

মিডিয়া বিভাগের চেয়ারম্যানের পেয়েছেন ক্রিকেট সংগঠক সাজ্জাদুল আলম ববি। পারিবারিক ও শারীরিক কারণে অপারেশন্স বিভাগের দায়িত্ব ছেড়ে দেয়া আকরাম খানের কাঁধে উঠেছে নতুন দায়িত্ব। নতুন কমিটিতে ফ্যাসিলিটিজের দায়িত্ব পেয়েছেন সাবেক এ টাইগার ক্যাপ্টেন।

মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে তানভীর টিটোকে। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন জালাল ইউনুস। গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। এ বিভাগের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নাঈমুর রহমান দুর্জয়। ভাইস চেয়ারম্যান হিসেবে তার সঙ্গে যোগ দিবেন আকরাম খান।

আজ শুক্রবার, ২২ ডিসেম্বর বিকেল পৌনে ৪টার দিকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের দ্বিতীয় আনুষ্ঠানিক এই বৈঠক।

কে কোন কমিটির চেয়ারম্যান হলেন -

ক্রিকেট অপারেশন্স: চেয়ারম্যান জালাল ইউনুস।

ফ্যাসাটিলিটজ কমিটি: চেয়ারম্যান আকরাম খান।

মিডিয়া কমিটি: চেয়ারম্যান তানভীর টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস।

গেম ডেভেলপমেন্ট: চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা।

হাই পারফরম্যান্স ইউনিট: চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান

টুর্নামেন্ট কমিটি: চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন

গ্রাউন্ডস কমিটি: চেয়ারম্যান মাহাবুব আনাম

বাংলা টাইগার্স: চেয়ারম্যান কাজী এনাম আহমেদ

স্কুল ক্রিকেট: চেয়ারম্যান ওবায়েদ নিজাম, ভাইস চেয়ারম্যান টিটো

এ সম্পর্কিত আরও খবর