দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসের বর্ষসেরা এমবাপ্পে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:43:40

পুরস্কার জয়ের দৌড়ে ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টাইন সুপারস্টার ও পর্তুগিজ মহাতারকার সঙ্গে অ্যাওয়ার্ড জয়ের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন রবার্ট লেওয়ানডোস্কিও। ত্রয়ী এ ফুটবল মেগাস্টারকে পেছনে ফেলে দুবাই গ্লোব সকার বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন কাইলিয়ান এমবাপ্পে।

ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া হলেও উয়েফা ন্যাশন্স লিগের ট্রফি ঠিকই প্রিয় জন্মভূমি ফ্রান্সকে উপহার দিয়েছেন পিএসজি’র বিশ্বকাপ জয়ী ফরাসি প্লেমেকার। সঙ্গে প্যারিসের জায়ান্ট ক্লাবটির জার্সি গায়ে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন। ২০২০-২১ মৌসুমে প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ৪২টি গোল। দুরন্ত এ পারফরম্যান্সের সুবাদেই পুরস্কারটি জিতলেন এমবাপ্পে।

পুরস্কারের ট্রফি হাতে নিয়েই ফুটবল ইতিহাসটা নতুন করে লেখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন এমবাপ্পে, ‘এটা সবসময় একই রকম। আমি ফুটবলে নতুন ইতিহাস লিখতে চাই। প্রতি বছর আরও বেশি ক্ষুধার্ত থাকতে ও জিততে চাই। আমাকে প্রতিদিনই কঠোর পরিশ্রম করতে হবে কারণ পৃথিবীকে অনেক ভালো খেলোয়াড় আছে।’

ম্যারাডোনা অ্যাওয়ার্ড ফর বেস্ট গোল স্করার অব দ্য ইয়ার পেয়েছেন বায়ার্ন মিউনিখের স্টার ফুটবলার রবার্ট লেওয়ানডোস্কি। দর্শকদের ভোটে টিকটক ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ারও জিতেছেন পোলিশ এ তারকা স্ট্রাইকার। আর ম্যানইউ তারকা ফরওয়ার্ড রোনালদো ছিনিয়ে নিয়েছেন টপ গোলস্করার অব অল টাইম অ্যাওযার্ড।

এ সম্পর্কিত আরও খবর