দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা ভালোই সেরে নিলেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। দুজনেই ছিনিয়ে নিয়েছেন দাপুটে দুটি হাফ সেঞ্চুরি। সুবাদে সফরকারী বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের পুঁজি গড়ে।
১৩১ বলে ১১ বাউন্ডারিতে ৬৬ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। উইকেট-রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৯১ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় খেলেন সমান ৬৬ রানের অসাধারণ ইনিংস। ৯ রানের জন্য অর্ধশতক মিস করেন লিটন দাস (৪১)।
তবে ব্যাট হাতে হতাশ করেছেন ওপেনার সাদমান ইসলাম। তিনি সাজঘরে ফিরেছেন শূন্য রানে। ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল হক। টাইগার ক্যাপ্টেন আউট হন মাত্র ৯ রান যোগ করে।
টিম প্রিঙ্গল, ক্রিশ্চিয়ান ক্লার্ক ও গ্রেড বান্ডেল দুটি করে উইকেট শিকার করেন।
তার আগে ৫ উইকেটে ৭১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড একাদশ। দ্বিতীয় দিনে এসে ৭ উইকেটে ১৪৬ রানে ইনিংস ঘোষণা করে তারা। জ্যাকব ভুলা করেন ফিফটি (৫৭)। মা'আরা অ্যাভে এনে দেন ৩৩ রান।
৩ উইকেট শিকার করেন আবু জায়েদ রাহী। তাসকিন আহমেদ পান ২ উইকেট। দুটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। শেষে দুদলই ড্র মেনে নেয়।